নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: মহাকুম্ভে দূর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী বিজেপির। ইন্দাসের সাহসপুর বাজারে পথ অবরোধে অংশ নেন ওই দলের নেতা কর্মীরা। এদিনের এই অবরোধে ওই এলাকায় সাময়িক যানযটের সৃষ্টি হয়।
অবরোধকারী বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে, মহাকুম্ভে দূর্ঘটনা কাঙ্খিত ছিলনা। আমরা ওই বিষয়টি নিয়ে রাজনীতি করতে রাজী নই। তবে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমরা লজ্জিত। দলের ইন্দাস মণ্ডল-২ সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন,
আজকের এই কর্মসূচী কোন ভোটমুখী কর্মসূচী নয়, মুখ্যমন্ত্রীর বক্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। ওই মন্তব্যের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানান।