নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৫,জুলাই :: আসানসোলের আট নম্বর বস্তি এলাকায় মহাত্মা গান্ধী স্কুলে পরিদর্শনে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। তিনি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন “স্কুলে একাধিক সমস্যা রয়েছে।অনেক সাবজেক্টের টিচার নেই, স্কুলে ছাত্রছাত্রীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া স্কুলে প্রায় দেড় বছর ধরে সুইপার নেই। ফলে স্কুলের টয়লেট অপরিষ্কার রয়েছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।