সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২,অক্টোবর :: আজ মহালয়া, সকাল থেকেই ছিল শিলিগুড়ি র মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে অগণিত মানুষের ভিড়। প্রতিবছরের মতো এ বছরও অনেকেই তর্পণ করার জন্য আসেন। পাশাপাশি এদিন দেখা গেল বিভিন্ন সংগঠন গুলি শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহানন্দা বাচাও অভিযানের বার্তা পৌঁছে দিচ্ছেন।
ছোট ছোট ছেলে মেয়েদেরও হাতে এদিন ছিল প্ল্যাকার্ড। এই সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনগুলি সদস্যরা জানান, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে সভ্যতা, তাই মহানন্দা নদীকে বাঁচাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নদীর মধ্যে আবর্জনা ফেলা যাবে না। নদীর পাশে লাগাতে হবে গাছ। এই সমস্ত বার্তাগুলি তারা পৌঁছে দেন।