নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সরুপনগর সহ ১০ টি ব্লকে জ্বরের আক্রান্ত সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বসিরহাট স্বাস্থ্য জেলা সহ ব্লক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৫ জন জন ।
গত তিন মাসে ডেঙ্গু আক্রান্ত সংখ্যার দাঁড়িয়েছে প্রায় ৫০ জন। সেইসঙ্গে শরীরে জ্বর উচ্চ তাপমাত্রা নিয়ে মহাকুমার বিভিন্ন হাসপাতালের বহির্বি বিভাগে লম্বা লাইন। বেশ কিছু ব্লক হাসপাতাল থেকে গ্রামীণ হাসপাতালগুলো আশেপাশে নোংরা আবর্জনা স্তূপ হয়েছে পাশাপাশি জল জমে রয়েছে। এমনই ছবি দেখা গেল স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতালের চারপাশে।
ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। রাজ্যের মুখ্য সচিবের নির্দেশে পৌরসভা ব্লক গুলোকে সতর্ক থাকা নির্দেশিকা জারি করেছে। কোন জায়গায় নোংরা আবর্জনা জল জমে না থাকে সেগুলোর দিকে নজর রাখতে বলা হয়েছে ।
অন্যদিকে যেসব ড্রেনেজ গুলো রয়েছে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নয়নজুলিগুলোতে গাপ্পি মাছ ছাড়ছে শহরে এবং শহরতলীর বিভিন্ন জায়গাগুলোতে। মহাপুজোর আগে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে যথেষ্ট দুশ্চিন্তার বাজ স্বাস্থ্য দপ্তরের। তাই কোন রকম ভাবে ঝুঁকি নিতে চাইছে না স্বাস্থ্য দপ্তর ।