নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১০,নভেম্বর :: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহারাজার অর্থগ্রাম শ্রী শ্মশানকালীর পুজো কমিটি প্রান্তিক এলাকায় হলেও ভক্তি ও আস্থার কারণে প্রতি বছর পুজোর দিনে ভক্তদের ঢল নামে সেখানে। দূর দুরন্ত থেকে আসে এই বিশেষ দিনে ভক্তরা। তিথি অনুযায়ী এবার সেই পুজো হতে চলেছে ১১ই নভেম্বর ২০২৪।
স্বভাবতই সাজো সাজো রব মন্দির প্রাঙ্গণ জুড়ে। উল্লেখ্য ১৯৬৯ সাল থেকে এই পুজো হয়ে আসছে বলে জানিয়েছেন অন্যতম কর্মকর্তা পঙ্কজ বর্মন। তিনি জানান দীর্ঘদিন যাবৎ এই পূজা হয়ে আসছে, বাবা ঠাকুরদারা বিগত কালে মেতে থাকতো এই পূজোয়, তাদের দেখানো পথেই এই পুজো করে আসছেন এই প্রজন্ম।
আগে এই মায়ের পুজো দীর্ঘদিন যাবৎ শ্মশানেই হত, কিন্তু বর্তমানে এই পূজা হয় ঐ শ্মশান থেকেই প্রায় একটু দূর, মন্দির তৈরি করা হয় ঐ শ্মশান থেকেই প্রায় ৭০ মিটার দূরে, সেই মন্দিরেই বর্তমানে পূজা হয় শাস্ত্রীয় রীতিনীতি মেনে।