মহারাষ্ট্রের থানেতে রেল ব্রিজ নির্মানের সময় ক্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে দুই জন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: বুধবার ২,আগস্ট :: মহারাষ্ট্রের থানেতে রেল ব্রিজ নির্মানের সময় ক্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে দুই জন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা। মৃতরা হলেন বছর ২৬ এর বলরাম সরকার ও বছর ২৪ এর সুব্রত সরকার। তাদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চারেরবাড়ি বেতগাড়া স্টেশনপাড়া এলাকায়।

এদিন সকালে গ্রামের দুই যুবকের মৃত্যুর খবর এসে পৌছনোর পর শোকস্তব্ধ হয়ে পরে গোটা গ্রাম। জানা গিয়েছে, মৃতরা ঠিকাদারি সংস্থার অধীন কাজ করতে থানেতে গিয়েছিল৷ এদিন মৃতদের দেহ গুলি ময়নাতদন্তের পর মহারাষ্ট্র সরকারের ব্যাবস্থাপনাতেই অ্যাম্বুলেন্সে করে ময়নাগুড়ি পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার দুজনের মৃতদেহগুলি ময়নাগুড়ি আসবে। এলাকার বাসিন্দারা জানান, বেতগাড়া গ্রামের মোট পাচ জন থানাতে কাজে গিয়েছিল। তাদের মধ্যে বলরাম ও সুব্রতর নাইট শিফটের কাজ ছিল। বাকি ৩ জনের দিনের শিফটে কাজ ছিল। রাতের দিকে ক্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর পর বাকিরা যুবকরা ফোন করে গ্রামে তাদের মৃত্যুর খবর জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 17 =