ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: মুম্বাই :: শনিবার ২৭,জুলাই :: মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ধসে গেল বহুতল, ধ্বংসস্তূপে আটকে বহু । আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে গিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। চলছে উদ্ধারকাজ।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের শাহবাজ গ্রামে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে গিয়েছেন। তাঁদের উদ্ধারে দ্রুত কাজ চলছে ।
উল্লেখ্য, দিন সাতেক আগেই মুম্বইয়ের কুরলা এলাকার গ্রান্ট রোডে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় এক মহিলার। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান বেশ কয়েকজন। গত কয়েক দিন ধরেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। সে কারণেই বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।