নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: মহারাষ্ট্রে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা। এমনই নারকীয় ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ানি -তে।স্ত্রীকে খুন করার পর দেহকে ১৭ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন এক স্বামী। পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্ত ব্যক্তি।
চিত্র সৌজন্য :: ইন্টারনেট
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। খুনের পর দেহ লুকোতে এবং প্রমাণ নষ্ট করতেই অভিযুক্ত স্ত্রীকে টুকরো টুকরো করে ফেলে রাখে। পরে স্থানীয়দের সন্দেহে বিষয়টি সামনে আসে এবং পুলিশ তদন্ত শুরু করে।
বর্তমানে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। খুনের সঠিক উদ্দেশ্য ও পরিকল্পনা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।