সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: রবিবার ২১,সেপ্টেম্বর :: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে শুরু দেবিপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগর থেকে বাবুঘাট এবং ডায়মন্ড হারবার সহ একাধিক নদীর তীরবর্তী এলাকায় মহালয়া সকাল থেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পূর্ণ স্নানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল।
মহালয়ার পুণ্য লগ্নে পুণ্য স্নানে গঙ্গাসাগরে ৭০ হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। ডায়মন্ডহারবারের হুগলি নদীর পাড়ে তর্পণের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডায়মন্ড হারবার পৌরসভার এলাকার ৭টি স্নানের ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুণ্যার্থীদের মিষ্টিমুখেরও ব্যবস্থা করা হয়েছে । ডায়মন্ড হারবার হুগলি নদীতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার মহালয়া।
পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দেবীপক্ষের সূচনা। রাজ্যের অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগরে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হাজার হাজার মানুষ ভিড় জমান গঙ্গাসাগরের তীরে। সূর্যোদয়ের আগেই শুরু হয় এই পবিত্র অনুষ্ঠান। পূণ্যার্থীদের ভিড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।