সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২২,সেপ্টেম্বর :: শিলিগুড়ি সেবক রোডের একটি শপিংমলে মহালয়ার দিন রবিবার লায়ন্স ক্লাব অফ উদয় এবং লায়ন্স উদয় কুইন এর যৌথ উদ্যোগে এক অভিনব সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন ছোট ছোট শিশুদের শপিংমলে নিজেদের খুশি মত নতুন জামা কাপড় কেনার স্বাধীনতা দেওয়া হয়েছিল, পাশাপাশি তাদের নিজেদের পছন্দমতো খাবারও অর্ডার দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল,
শিশুরা এদিন নিজেদের পছন্দমত পোশাক এবং খাবারদাবার পেয়ে তাদের চোখে মুখে এক অনাবিল খুশি লক্ষ্য করা গেল।
পাশাপাশি ওই সমস্ত শিশুদের মায়েদেরও নতুন বস্ত্র পুজো উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।উদ্যোক্তাদের পক্ষে দিন উপস্থিত ছিলেন, বিশাল আগরওয়াল, সুনন্দা সরকার, অর্জু আগরওয়াল সহ অন্যান্য ব্যক্তিরা।