মহালয়ার পূণ্য স্নান – জেলার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শনিবার ১৪,অক্টোবর :: দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে সেই চেনা ছবি দেখা গেল। ভোরবেলা থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। মহালয়ার পূণ্য লগ্নের দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন ঘাটে পূণ্য স্নান করতে সাধারণ মানুষের ভীড় উপছে পড়েছে। গঙ্গার ঘাট গুলিতে চলছে পুণ্যের ডুব।

গঙ্গাসাগর থেকে বাবুঘাট সর্বত্র গঙ্গার ঘাট গুলিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মা আসার অপেক্ষার অবসান হয়। টানা দশদিন ধরে চলে দুর্গাপুজা। দুর্গাপুজা মানে অশুভ শক্তির অবসান ঘটিয়ে শুভ শক্তির আহ্বান। কিছু কিছু জায়গায় দুর্গার ৯ টি রূপেরও পুজো করা হয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় বেজে ওঠে ‘জাগো তুমি জাগো’।

দিকে দিকে বেজে ওঠে আলোর বেণু মেতে ওঠে ভুবন, জানান দেন মা এসে গেছেন। মহালয়া উপলক্ষে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গন চত্বরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীতে চলছে পুলিশি টহলদারি। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে মোতায়ন করা রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ডায়মন্ড হারবার থানার পুলিশ জলপথে নজরদারি চালাচ্ছে এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে সাধারণ মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গঙ্গার ঘাট গুলিতে মোতায়েন করা রয়েছে অ্যাম্বুলেন্স।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে পুণ্য স্নানের পর সাধারণ মানুষের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে। মহালয়ার পুন্য লগ্নে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কর্মী সমর্থকদের সঙ্গে গঙ্গাস্নান করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =