মহালয়ার ভোরে “নষ্ট চন্দন” উৎসবে মাতল গোটা গ্রাম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দত্তপুকুর :: রবিবার ২১,সেপ্টেম্বর :: ভোর রাত্তিরে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে বিভোর গোটা গ্রাম। তখন উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার কদম্বগাছিতে একদল মানুষ নারী-পুরুষ নির্বিশেষে কাস্তে, হাঁসুয়া, দা,বটি নিয়ে বেরিয়ে পড়েছেন “নষ্ট চন্দন” উৎসব পালন করতে।

তাদের লক্ষ্য পরিবার ও সমাজের কল্যাণ সাধন করা। তাই তারা রাতের অন্ধকারে সবার অলক্ষে নির্বিচারে গ্রামের ফলন্ত কলা গাছ, কচু গাছ, পেঁপে গাছ, লাউ ও কুমড়ো গাছ কেটে সাফ করে পুণ্যার্জনের পথ পরিষ্কার করছেন। কিন্তু কেউ একটিও ফল, সবজি বা গাছ নিচ্ছেন না। সবই পড়ে আছে।

মূলত বাংলাদেশ থেকে আসা এই ধর্মীয় প্রথাকে ভক্তরা “নষ্ট চন্দন” উৎসব বলে থাকেন। ভক্তদের মতে পিতৃপক্ষের শেষে, দেবীপক্ষের শুরুতে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তারা এই উৎসব পালন করেন।

আবার কারও কারও মতে, দেবী দুর্গা অসুর নিধন করার জন্য এই দিন চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। বিভিন্ন গাছকে অসুররূপে ধ্বংস করায় সংসার ও সমাজে শান্তি ফিরে আসবে। তাই মহা ধুমধাম করে তারা “নষ্ট চন্দন” উৎসব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =