সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২২,সেপ্টেম্বর :: পিতৃপক্ষের সমাপ্তি দেবীপক্ষের সূচনা। মহালয়া মানে পুজোর দিন গোনা শুরু। প্রত্যেক বছরের মত এ বছরও মহানন্দার ঘাটে তর্পণ করতে মানুষের উপচে পড়েছিল ভিড়।
প্রত্যেক বছর মহানন্দার ঘাটে তর্পণ করতে মানুষের ভিড় জমে। এ বছরে তার ব্যতিক্রম হয়নি। অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মহালয়ার ভোরে তর্পণ করতে অনেকেই গিয়েছিলেন মহানন্দার ঘাটে।