মহাশ্বেতা দেবীর জন্ম দিবসে সংবাদ প্রবাহের শ্রদ্ধাঞ্জলি

সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: রবিবার ১৪,জানুয়ারি :: হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার, ঝাঁসির রানী আরো বিভিন্ন গ্রন্থের লেখিকা এবং আদিবাসী ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর আজ জন্ম দিবস।জন্ম–১৪ই জানুয়ারী,১৯২৬। প্রয়ান –২৮শে জুলাই,২০১৬

মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের লোধা ও শবর উপজাতি, নারী ও দলিতদের উন্নয়নের বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তাঁর প্রকাশিত কথাসাহিত্যে বেশিরভাগ সময় দেখা গিয়েছে,ক্ষমতাশালী জমিদার, মহাজন ও দুর্নীতিগ্রস্থ সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র ।

মহাশ্বেতা দেবী ১০০টিরও বেশি উপন্যাস রচনা করে গেছেন। ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন। তাঁকে একাধিক পুরস্কারে সম্মানিত করা হয়.সাহিত্য আকাদেমি, জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, লোটাস, ম‍্যাগসেসাই, সার্ক সাহিত্য পুরস্কার, ম‍্যানবুকার, বঙ্গবিভূষণ সহ আরো বিভিন্ন পুরস্কারের সম্মানিত হন তিনি। তাঁকে সংবাদ প্রবাহের সশ্রদ্ধ প্রনাম রইলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =