নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: উৎসবমুখর বাংলার ফের বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কমপক্ষে তেমনই বলছে। তাই বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অষ্টমীর সকাল থেকেই মোটের উপর মেঘলা আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। নবমীতে বৃষ্টি কিছুটা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।
দশমীতেও দক্ষিণবঙ্গজুড়ে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।