মহাসমারোহে পালিত হচ্ছে ১৩৪ বছরের হুগলি জেলার কোন্নগরের বিখ্যাত শকুন্তলা রক্ষাকালি পুজো ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোন্নগর :: ১৪,মে :: মহাসমারোহে পালিত হচ্ছে ১৩৪ বছরের হুগলি জেলার কোন্নগরের বিখ্যাত শকুন্তলা রক্ষাকালি পুজো । এই পুজো উপলক্ষে হাজার-হাজার পুণ্যার্থীর জমায়েত মন্দির প্রাঙ্গনে । এবারে এই পুজোয় উপস্থিত হয়ে পুজো দেন হুগলির শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র ।

এই পুজো উপলক্ষে এখন উৎসবের মেজাজ এলাকার মানুষজনের মধ্যে ।কোন্নগর শহর ও গঙ্গার ঘাট গুলোকে মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ।প্রচন্ড গরমের কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় করা হয়েছে জলছত্র । শুধু হুগলি জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান মায়ের দর্শন ও পূজো দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =