নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৩১,জুলাই :: পৌরাণিক রীতিনীতি মেনে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও গ্রাম্য দেবতা পূজোর আয়োজন করল কোটাসুর গ্রামবাসী। ঠিক সেই মতো মদনেশ্বর শিবের রুদ্রাভিষেক ও গ্রামের বিভিন্ন দেবদেবীর পূজা দিয়ে গ্রাম্য দেবতা পূজা করা হলো আর এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্তরা।
মূলত এই পুজো শেষে চিড়ের ভোগ বিতরণ করা হলো ভক্তদের মাঝে। এছাড়াও আজ মদনেশ্বর শিব মন্দিরে কংক্রিটের তৈরী নতুন নন্দী মহারাজেরও বিশেষ পুজো দেওয়া হয় বলে জানা যায় । এই পুজোকে কেন্দ্র করে কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিবকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে সাজিয়ে পুজো দিলেন মন্দিরের পুরোহিতরা।