নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: মহা সপ্তমীর দিনে পোশাক বিলি করলো চাঁচল শ্রমিক ইউনিয়ন।রবিবার দুপুরের মালদহের চাঁচলের নজরুল বাস স্ট্যান্ডে শিবির করে পোশাক বিলি করা হয়।ক্ষুদ্র যাত্রীবাহি যানবাহন চালক,খালাসি ও কুলি দের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।
শারদ উৎসবে নতুন পোশাক পেয়ে খুশি তারা।অনেকেরই উপার্জন কম।উৎসবে যেন তারা নতুন পোশাক পরে তাই প্রায় শতাধিক মানুষকে পোশাক তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্কুর পোদ্দার ওরফে বিট্টু।পোশাক বিলি শিবিরে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ,মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার,অঙ্কুর পোদ্দার সহ অন্যান্যরা।