মহা সমারোহে উদ্বোধন হলো গঙ্গাসাগর মেলা ২০২৬

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ১০,জানুয়ারি :: শুরু হল গঙ্গাসাগর মেলা। শনিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও।

ইতিমধ্যেই মেলায় ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা। এ বছর মহা কুম্ভ মেলা না থাকার কারণে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হতে পারে গঙ্গাসাগর মেলায়। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে, ১২৪টি স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ২১ টি জেটি তৈরি করা হয়েছে। গঙ্গাসাগর মেলা ২০২৬ এর জন্য দশটি স্থায়ী জেটি এবং ১১ টি অস্থায়ী জেটি ব্যবহার করা হবে দিবারাত্রি চলবে ভেসেল পরিষেবা।

ভেসলে অত্যাধুনিক এন্টি ফগলাইট ব্যবহার করা হবে। গঙ্গাসাগর মেলায় যাত্রী সাধারণের পারাপারের জন্য ১১ টি বার্জ এবং ৪৫ টি ভেসেল এবং ১০০ টি লঞ্চ ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গাসাগর মেলার জন্য বাড়তি ট্রেনেরও সুবিধা রয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মেলা প্রাঙ্গণে ১২০০ সিসিটিভি এবং কুড়িটির ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে ২৪ ঘন্টা।

মেলা প্রাঙ্গণে ১৮টি অস্থায়ী দমকল বিভাগ নির্মাণ করা হয়েছে। সুষ্ঠু মেলা পরিচালনা করার ক্ষেত্রে গঙ্গাসাগর মেলা উপলক্ষে পাঁচটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

এর পাশাপাশি গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সেই পূর্ণর্থীদের স্থানান্তরিত করার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =