নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৬,আগস্ট :: মহিলাদের অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য কোচবিহার শহরের গোয়ালা পট্টি নিউ ডাবরি এলাকায় এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত যুবকের নাম নীলাদ্রি শেখর দাস (৩৪)। তিনি ওই এলাকারই বাসিন্দা।অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তিনি এলাকার বিভিন্ন মহিলাকে লক্ষ্য করে গোপনে অশ্লীল ভিডিও বানাচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য সোমবার মহিলাদের একাংশ এর প্রতিবাদ জানালে নীলাদ্রির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এরপরই অভিযুক্ত যুবক ঘরে ফিরে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তাঁরা অভিযুক্তকে উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে নীলাদ্রি শেখর দাস।