সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৫,আগস্ট :: এবার পুজো অন্য বছরের তুলনায় অনেকটাই আগে। সেই কারণে বিভিন্ন পুজো মণ্ডপ গুলি ইতিমধ্যে খুঁটি শুরু করে দিয়েছে । এদিন সকালে মহিলাদের দ্বারা পরিচালিত জি টি এস ক্লাবের খুঁটি পুজো সুসম্পন্ন হল।
মূলত ১৭ বছর ধরে মহিলারাই এই পুজোর পরিচালনা করে আসছেন। পুজোর চাঁদা কাটা থেকে যাবতীয় পূজার আয়োজন মহিলারাই করে থাকেন। এ বিষয়ে তারা জানিয়েছেন , আজ খুব ভালো একটি দিন , এই বিশেষ দিনে খুঁটি পুজো সুসম্পন্ন হল। থিম পুজো নয় তাদের পুজোয় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।