নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৩,জানুয়ারি :: মহিলাদের স্বনির্ভর হিসাবে গড়ে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে মালদায় শুরু হলো সবলা মেলা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ২ ব্লকের পিডব্লিউডি’র মাঠেই সোমবার থেকে শুরু হয়েছে এই সবলা মেলা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সবলা মেলার উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
এই সবলা মেলায় বিভিন্ন ধরনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কারিগড়ি শিল্পকে তুলে ধরা হয়েছে। এদিনের এই সবলা মেলায় মন্ত্রীর সাথে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক ল্যান্ড দেবাহতি ইন্দ্র , মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ ফিরোজ শেখ, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান, স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরের আধিকারিক পূজা দেবনাথ সহ বিশিষ্ট জনেরা।