কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুরসভা নির্বাচনে রাজ্য সরকারের প্রকল্প গুলিকে জীবন্ত আকারে এলাকার মহিলারা লক্ষ্মীর ঘট হাতে নিয়ে প্রচার করল ইংরেজবাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি চৌধুরী সমর্থনে। মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার শহরের মিশন ঘাট এলাকা থেকে মিছিল বেরিয়ে আট নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। প্রার্থী ছাড়াও মিছিলে পা মেলান রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর।
জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী প্রার্থী কাকলি চৌধুরী। রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর বলেন আজকে আমরা এই ৮ নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি চৌধুরীর সমর্থনে এই মিছিলে সামিল হয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা দুটি পৌরসভায় জিততে চলেছে।
সাধারণ মানুষ এখন তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখছে। আমাদের নেত্রী বিপদে মানুষের পাশে থাকেন। এক সময় কংগ্রেস করতাম কিন্তু কংগ্রেসে থেকে আমরা অনেক অভাব বোধ করতাম।