নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: রবিবার ৪,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামের বাসিন্দা এক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা চৈতন্যপুর গ্রামজুড়ে। গত সন্ধ্যায় ওই মহিলার ঝুলন্ত দেহ কান্দির আট গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় তারপরেই পরিবারের লোককে পুলিশ খবর দিলে দেহ সনাক্তকরণ করে পরিবারের সদস্যরা।
মৃতদেহ আজ দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পূর্ণ হলো। পরিবারের সদস্যদের অভিযোগ ওই মহিলা গ্রামেরই এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আর যার জন্য ওই মহিলার স্বামীর সঙ্গে প্রতিনিয়ত তার বিবাদ লেগেই থাকতো। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর গত সন্ধ্যায় ওই মহিলার মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।