মহিলা শিল্পীর হাত ধরেই কৃষ্ণনগরের ডাকের মুকুট রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বাবার দেখানো পথেই এগিয়ে চলেছে অজন্তা বাগচি। তাইতো গত দুই বৎসর করোনা কালে তেমনভাবে অর্ডার না হলেও এবার কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্গার মাথার মুকুটের অর্ডার এসেছে প্রয়াত আশীষ বাগচীর কারখানায়। এবারেও ৮ ফুটের সবচাইতে বড় মুকুট তৈরি হচ্ছে রানাঘাটের একটি দুর্গা প্রতিমার জন্য।

দিন আর বেশি নেই পুজোর তাই চরম ব্যস্ততার মধ্যে একদিকে স্কুল সামলে অন্যদিকে কর্মচারীদের সাথে কাজে হাত লাগাচ্ছেন অজন্তা বাগচী। শুধু জেলা নয় জেলা ছাড়িয়ে ভিন জেলা সহ কলকাতার বড় বড় পূজো মণ্ডপেও দেখা যাবে অজন্তা ও তার সহযোগীদের তৈরি দুর্গামুকুট।

প্রখ্যাত ডাক শিল্পী আশীষ বাগচী বেঁচে নেই কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার মুকুটের চাহিদা রয়েছে বলেই জানালেন অজন্তা। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ঝা চকচকে তার ও জরি দিয়ে তৈরি মুকুট শোভা পাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তাদের দুর্গা প্রতিমার মাথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =