নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১২,সেপ্টেম্বর :: মহিলা হোস্টেল থেকে এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।মৃতার নাম মানা লাহিড়ি, (৫৮)।বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দান এলাকার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর।ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন একটা শব্দ শুনতে পায় এলাকার মানুষ তারপর দেখতে পায় এক মহিলার অর্ধদগ্ধ পড়ে রয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার তদন্তে পুলিশ।এই হোস্টেলের এক মহিলা আবাসিক বলেন ওই মহিলা গত ১০ /১২ দিন ধরে ছিলেন না।আজকেই সে এসেছিল হোস্টেলে।মৃত মহিলা আসানসোলের একটি বেসরকারী কলেজে কাজ করতেন।ঘটনার তদন্তে পুলিশ।