মহিষমর্দিনী মাতার পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে কালনা শহর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ১০,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার কালনার প্রায় ২০০ বছরের অধিক প্রাচীন মহিষমর্দিনী মাতার পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে কালনা শহর। চারদিন ধরে চলা এই পুজোয় এবারও বিপুল জনসমাগম হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তা ও প্রশাসনের কর্তাব্যক্তিরা।

পুজোকে কেন্দ্র করে বিশাল এলাকা জুড়ে মেলা বসেছে। পুজো কমিটির পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। নিরাপত্তার জোরদারে সবরকম ব্যবস্থা করা হয়েছে। ভাগীরথী নদীপাড়ে ও ফেরিঘাটগুলিতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে।পুজো উদ্যোক্তারা জানান, কালনার ভাগীরথী নদীতে ভেসে আসা দেবীর কাঠামো পেয়ে স্বপ্নাদেশের মাধ্যমে এই পুজো শুরু হয়। সেইসময় এই নদীঘাট ছিল প্রাচীন নদীবন্দর। প্রথম দিকে হোগলাপাতার ছাউনি দেওয়া আচ্ছাদনের মণ্ডপে মায়ের পুজো শুরু হয়। পরে স্থায়ী মন্দির ও আটচালা তৈরি হয়।

আজ স্থায়ী সুউচ্চ লোহার তৈরি নহবত খানায় বাজে নহবত সানাইয়ের সুর। এবারও পুজো মণ্ডপ সহ নহবতখানা সাজিয়ে তোলা হয়েছে রংবেরংএর আলোয়। নিয়মনিষ্ঠা সহকারে পুজোর রীতিনীতি নিষ্ঠা সহকারে পালন করা হয়। বলিদান প্রথাও রয়েছে। কাঠের পুতুল নাচ, দরিদ্র সেবা, চাল, বস্ত্র বিতরণ করা হয়।

পাঁচদিন ধরে চলা যাত্রাপালা পুজোর অন্যতম এক আকর্ষণ। পুজো কমিটির সম্পাদক অমরজ্যোতি কুণ্ডু বলেন, মায়ের পুজো দেখতে প্রতিদিনই চল্লিশ-পঞ্চাশ হাজার ভক্তমানুষজন উপস্থিত হন। এবারও লক্ষ-লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়বে পুজো প্রাঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 11 =