নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: রবিবার রাতে অশোকনগর পৌরসভার পক্ষ থেকে সংহতি পার্ক এলাকায় আয়োজন করা হয়েছিল আগমনী অনুষ্ঠান । অনুষ্ঠানে ছৌ নাচের আয়োজন করা হয় ছৌ নাচ দেখতে মানুষের ভিড় জমে যায়। ছৌ নাচ শেষে আয়োজন করা হয় মহিষাসুরমর্দিনী, তাতে সাধকের ভূমিকায় দেখা যায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী কে।
সাধকের ভূমিকায় অভিনয় করে তার গলাতেই তিনি গান ও চণ্ডীপাঠ করেন যা করে সাধারন মানুষের মন কেড়ে নেন ।
পাশাপাশি এই মহিষাসুরমর্দিনী তে একাধিক পৌর কর্মচারীরাও অভিনয় করেন ।
সংগীত পরিবেশন করেন অশোকনগর পৌরসভার সিআইসি সদস্য শ্রীকান্ত ভট্টাচার্য।মূলত বিধায়কের অভিনয় দেখতেই এদিন ভিড় করেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। বিধায়ককে নতুন রূপে পেয়ে খুশি অশোকনগর বাসী।
অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তার গ্রামের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন হয় তাই চন্ডীপাঠ তার মুখস্ত। পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশ্বের দরবারে দুর্গা পুজো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, তাই এই অনুষ্ঠানের আয়োজন আগামী বছরগুলোতেও এই ধরনের অনুষ্ঠান করা হবে