কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রামের রেশন ডিলার জহুর আহমেদ দীর্ঘদিন ধরেই এলাকার গ্রাহকদের রেশনের সামগ্রী ওজনে কম দিচ্ছেন। পাড়ায় পাড়ায় গ্রাহকদের রেশন পৌঁছে দিচ্ছেন না। উল্টে গ্রাহকদের তার রেশনের দোকান থেকে স্লিপ নিতে হচ্ছে কিন্তু রেশন সামগ্রী নিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে ওই রেশন ডিলারের বাড়িতে। আর সেখানেই চলছে কারচুপি।
প্রত্যেক গ্রাহকদের তাদের সামগ্রী কম করে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলেই জুটছে হুমকি।ঘটনার কথা এলাকার ব্লক খাদ্য আধিকারিক সহ অন্যান্য প্রতিনিধিকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই তারা বাধ্য হয়ে এ দিন ওই রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রশাসন এই দুর্নীতি পরায়ন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা না করলে এলাকার বাসিন্দারা আন্দোলনে সামিল হবে।
এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রামে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার জহুর আহমেদের ছেলে জাহিরুল ইসলাম। আর এই ঘটনাকে তীব্রভাবে সমালোচনা করেছেন জেলা বিজেপি সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল। অন্যদিকে বিজেপির সঙ্গে সুর মিলিয়েছে কংগ্রেসের মহেন্দ্রপুর অঞ্চল সভাপতি আব্দুস শোভান।