নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মহেশতলা :: সোমবার ২৫,নভেম্বর :: মহেশতলার বাটা মোড়ের এসবিআই শাখায় দুঃসাহসিক চুরি। সুত্র মারফত জানা গিয়েছে ব্যাংকের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙ্গা ছিল। তবে আনুমানিক পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর ভেতরে থাকা সিসি টিভির সমস্ত ডিভিডিয়ার এবং কেবল কেটে চোর বা চোরের দলেরা নিয়ে চলে গিয়েছে।
সাময়িক ভাবে ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকেরা ক্ষুব্ধ। ঘিঞ্জি এলাকার এ হেনো ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর ছড়াতেই ব্যাংকের সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন উৎসাহী ব্যাংকের গ্রাহকেরা।পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ভিতরের সিসিটিভি ক্যামেরার তার কাটা ছিল, হার্ডডিক্স ও গায়েব।
কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা। মহেশতলার বাটা মোড়ে আরও একটি ব্যাঙ্ক রয়েছে, রয়েছে একাধিক এটিএম। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি কি ছিল? প্রশ্ন গ্রাহকদের।
সুত্র মারফত জানা গিয়েছে ব্যাঙ্কের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙা ছিল। তবে আনুমানিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ভেতরে থাকা সিসি টিভির সমস্ত তথ্য এবং কেবল কেটে চোর বা চোরের দলেরা নিয়ে চলে গিয়েছে। আপাতত সাময়িক ভাবে ওই শাখায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।