মহেশতলা থানায় ই-মালখানার উদ্বোধন করলেন পুলিশ সুপার বিশপ সরকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: শুক্রবার ১২,ডিসেম্বর :: ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানার পর মহেশতলা থানাতে ই- মালখানার উদ্বোধন করলেন পুলিশ সুপার বিশপ সরকার। , উপস্থিত ছিলেন এসডিপিও সৈয়দ রেজাউল কাবির আইসি তাপস চিনা, সহ মহেশতলা থানার পুলিশ আধিকারিকরা।

বেশ কয়েকদিন আগেই মগরাহাট থানায় ই মালখানা উদ্বোধন করেছিলেন পুলিশ সুপার। এরপর মহেশতলাতে করা হলো ই মালখানা। মহেশতলা থানাতে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার আনুষ্ঠানিকভাবে ই-মালখানার উদ্বোধন করেন।

পুলিশ সুপার বিশপ সরকার জানান, ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রত্যেকটা থানায় করা হবে ই-মালখানা। বিভিন্ন সময় বিভিন্ন নথিপত্র আদালতে পেশ করতে হয়। ই মালখানা চালু হওয়াতে সেই কাজ  অনেকটা সহজ  হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =