নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৭,মার্চ :: মাইকেল নগরে বাসের পেছনে ধাক্কা লরির, মৃত ২ বাসযাত্রী। মাইকেল নগরের দিক থেকে একটি বাস যশোর রোড দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল তখনই বাসের পেছনে এসে সজরে ধাক্কা মারে লরিটি। সেই ঘটনায় ২ বাস যাত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় দুই বাসযাত্রী দাঁড়িয়ে ছিলেন বাস ধরার জন্য যখন বাসটি এসে তাদের সামনে দাঁড়ায় তখনই পেছন থেকে লরিতে এসে সজোরে ধাক্কা মারে তাদের দুজনকে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দেহ দুটিকে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে।
বাড়ির লোকের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তায় পুলিশ তোলা তুলে বেড়ায়। এমনকি আরও গুরুতর অভিযোগ করে পরিবারের লোকজন তাদেরকে না দেখিয়েই মহিলার দেহটিকে ছিনিয়ে নিয়ে চলে আসে পুলিশ। পাশাপাশি তাদেরকে হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে ওই মহিলা কাকলি শর্মা দেবনাথ নার্সিং এর কাজ করতো। নার্সিং এর কাজ সেরেই তিনি বাড়ি ফিরছিলেন। নিউ বারাকপুর এলাকায় বাড়ি ওই মহিলার। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।