নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানডুয়া :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়াল ও নপাড়া এলাকায় শনিবার সরস্বতী পুজোর বিসর্জনের কারনে শোভাযাত্রা চলছিলো।
অভিযোগ সেই শোভাযাত্রায় মেদনীপুর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ডিজে বক্স আনা হয়েছিলো।যা তারশ্বরে বাজানো হচ্ছিলো বলে অভিযোগ। আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরিক্ষা। যার কারনে পান্ডুয়া থানায় এই বস্ক বাজানোর খবর পৌঁছায়।
খবর পেয়ে নিয়াল ও নওপাড়া গ্রামে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ । মাইক বন্ধ করতে বলে পুজো কমিটি গুলোকে।এরপরেই কয়েকটি পুজো কমিটি পুলিশের সাথে বচসা শুরু করে দেয়।
অভিযোগ,পুলিশ কয়েকটি মাইক সেট বন্ধ করেদিলে,পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকটি পুজো কমিটি। অভিযোগ,এর পরই পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে সকলে। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরা মাথা ফেটে যায়।
এছাড়াও ইটের ঘায়ে পিঠে ও বুকের পাঁজরে গুরুতর ভাবে আঘাত লাগে পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুদীপ ঘোষের।
পাশাপাশি এই ঘটনায় আরো জখম হন দুজন সিভিক ভলেন্টিয়ার। তরিঘরি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে,সেখানেই সকলের চিকিৎসার করানো হয়।
এরপরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা সি,আই সৌমেন বিশ্বাস ।পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে বিশাল পুলিশবানী পৌঁছয় নিয়াল ও নওপাড়া গ্রামে।
এই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় ৩০ জনকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ ।পাশাপাশি বেশ কয়েকটি মাইক বক্সকেও বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও বিভিন্ন বৈদাতিক যন্ত্র ও কয়েকটি জেনারেটরকেও বাজেয়াপ্ত করে পান্ডুয়া থানায় নিয়ে যায় পুলিশ।
এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ডিএসপি ক্রাইমের নেতৃত্বে এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী।