মাইথনে আজ থেকে লাগবে প্রবেশ মূল্য, পরিস্কার পরিচ্ছন্ন নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকরা?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মাইথন :: সোমবার ১৫,ডিসেম্বর :: প্রতি বছরের মতই এই বছরও নেওয়া হচ্ছে মাইথনে প্রবেশ মূল্য।পিকনিকের মরশুমে মাইথন জলাধারে বহু দূরদূরান্ত থেকে আসে পর্যটক।শীতের সময় যেনো মাইথন জলাধারের সৌন্দর্য দেখার মত।রয়েছে নৌকা বিহার।

মাইথন জলাধারের থার্ড ডাইক, ফায়ারিং রেঞ্জ,সিদাবাড়ি এবং সুলেমান পার্কের মত পিকনিক স্পট।মানুষ ডিসেম্বর মাস থেকেই বন ভোজনের আনন্দে মেতে উঠে। তবে পর্যটকদের অভিযোগ মাইথনে নেওয়া হয় প্রবেশ মূল্য কিন্তু মানুষের জন্য সুবিধা কোথায়। নেই পানীয় জলের ব্যাবস্থা,নেই তেমন শৌচাগার,নেই লাইট।তাছাড়া পিকনিক স্পটটি পরিস্কার পরিচ্ছন্ন নেই। পিকনিক স্পটে যেন গরু ও কুকুরের তান্ডব।ব্লক প্রশাসনের তরফে বলা হয়েছে থার্মাকল ব্যাবহার করা যাবে না।কিন্তু পিকনিক স্পটে পড়ে রয়েছে থার্মাকলের পাতা-বাটি।এমনকি নৌকাবিহারে ব্যাবহার হচ্ছে না লাইফ জ্যাকেট, নেই পুলিশ প্রশাসনের নজরদারি।

তবে নৌকা চালকদের বক্তব্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের লাইফ জ্যাকেট নেই।তবে লাইফ জ্যাকেট অর্ডার দেওয়া হয়েছে।মানুষ বলছে প্রবেশ মূল্যের নামে বড় বাস ২৫০,মিনি বাস ২০০ এবং চারচাকা১৫০,ও অটো/টোটো ৫০ টাকা নেওয়া হচ্ছে।তাছাড়াও পিকনিক স্পটে পরিস্কার পরিচ্ছন্ন করার নামে নেওয়া হচ্ছে ৫০-১০০ টাকা?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + fourteen =