মাগরা থানার উদ্যোগে ডাকাতির পরিকল্পনা করতে থাকা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: সোমবার ৫,জানুয়ারি :: হুগলি গ্রামীণ পুলিশের মাগরা থানার উদ্যোগে ডাকাতির পরিকল্পনা করতে থাকা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল—অজয় ধুলে ওরফে সঞ্জয় (২৯), দাদপুর থানা এলাকার হারিটের বাসিন্দা এবং রূপচাঁদ মান্ডি (৩৫), মগরা থানা এলাকার চাঁপারুই এলাকার বাসিন্দা।

ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র সাংবাদিকদের জানান, শীতের কুয়াশার সুযোগ নিয়ে মগরা থানা এলাকায় ছোট-বড় নাশকতামূলক ঘটনার পরিকল্পনার খবর ধারাবাহিকভাবে গোয়েন্দা সূত্রে আসছিল।

সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সতর্ক হয় এবং এলাকায় নজরদারি ও রেকি শুরু করা হয়। এসওজি ও মগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

ডিগসুই এলাকায় এসআই অক্ষয় পাল ও পার্থ বরুয়া পুলিশ বাহিনী নিয়ে টহল দেওয়ার সময় ফুটবল মাঠের কাছে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে।

তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ, ভোজালি এবং একটি মোটরবাইক উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + six =