মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেলডাঙ্গা বস্তিতে – আগুনের কবলে পুড়ে ছাই অন্তত ৩০টি ঝুপড়ি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই নারকেলডাঙ্গা বস্তিতে শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কিছুক্ষণের মধ্যেই ৩০টির বেশি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন।

আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পিকআপ ভ্যানেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। নতুন করে আশেপাশের বাড়িগুলিতে যাতে আগুন না লাগে তার জন্য তৎপর হন দমকল কর্মীরা। পাশাপাশি আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বস্তির বেশিরভাগ ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। ২০০টিরও বেশি ঝুপড়ি ছিল এই বস্তিতে।

স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী, ৫০টির বেশি ঝুপড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের গ্রাসে কার্যত সবকিছু খুইয়েছেন এলাকার বাসিন্দারা। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =