নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ২০,অক্টোবর :: আকাশপথে চলাচলের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন যাত্রীরা।
মঙ্গলবার রাতে, মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়, যখন সেটির ডানদিকের সামনের অংশে আছড়ে পড়ে একটি উল্কাপিণ্ডের খণ্ড।ঘটনাটি ঘটে দুবাই থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইট নম্বর BG-737-এ। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে, বিমানের ক্রু হঠাৎ একটি প্রচণ্ড শব্দ শোনেন এবং ককপিটে হালকা ঝাঁকুনি অনুভব করেন। পাইলট সঙ্গে সঙ্গে জরুরি সতর্কতা জারি করে বিমানটিকে স্থিতিশীল রাখেন।
পরে পরিদর্শনে দেখা যায়, বিমানের বাইরের অংশে উল্কাপিণ্ডের আঘাতে একটি ছোট ছিদ্র ও দাগ পড়েছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেনি।
বিমানে ছিলেন মোট ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য। তাঁদের কারও কোনো ক্ষতি হয়নি। পাইলটদের দক্ষতার কারণে বিমানটি নিরাপদে সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “এটি একেবারেই বিরল ঘটনা। উল্কাপিণ্ড সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই পুড়ে যায়। তবে খুব ক্ষুদ্র অংশ হয়তো সেই সময় টিকে থেকে বিমানের গায়ে আঘাত করেছে।”
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি এখন পরীক্ষার জন্য হ্যাঙ্গারে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বিমান নিরাপত্তার ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এক যাত্রী জানিয়েছেন, “হঠাৎ আমরা একটা বড় আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কিছু একটা আঘাত করেছে। কিন্তু ক্রু-রা খুব শান্তভাবে সবাইকে আশ্বস্ত করেন।”
বিশেষজ্ঞদের মতে, উল্কাপিণ্ডের সঙ্গে এভাবে কোনো বাণিজ্যিক বিমানের সংঘর্ষ ঘটার ঘটনা বিশ্বে হাতে গোনা কয়েকটি মাত্র রয়েছে।