নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে মাটি চুরির ঘটনার অভিযোগে মাটি ভর্তি ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম সোমেশ্বর মান্ডি ।বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রাম এলাকার ধান্যখেরু এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি খুঁড়ে ট্রাকে তুলে আনার সময় মেমারী মালডাঙ্গা রাস্তায় ফতুলপুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টর টিকে আটক করে করে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানা পুলিশ।