নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ৯,অক্টোবর :: মাঠের মধ্যে মাটি কাটা ডোবার জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার শিমুরালি একতারপুর গ্রামে।
পেশায় দিনমজুর তার ছেলে মেয়েদের জন্য জামা কিনতে যাচ্ছিল বলে তৈরী হচ্ছিল। ঠিক সকাল বেলায় মর্মান্তিক খবর আসে যে ওই এলাকায় তিন জন শিশুর মৃত্যু হয়েছে জলে ডুবে।
ছুটে আসে এলাকার বাসিন্দারা। মাঠের মধ্যে ডোবা থেকে উদ্ধার করে তিন জন শিশুকে। মৃতদের দুজনেই বাড়ি চাকদা থানা এলাকার একতারপুর গ্রামে আর একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে । সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল পুজো দেখতে। মৃত তিনজন শিশুর কেউ সাঁতার জানত না।
এই তিনজন একসাথে স্নান করতে নেমেছিল সেটা দেখে অন্য একজন শিশু ছাগল চরাতে মাঠে তিনজনকে ডুবে যেতে দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার চেঁচামেচি শুনে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারা চিৎকার শুনে ছুটে আসে।
ডোবা থেকে কোনওরকমে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এর পরেই তিনজনের বাড়ির লোক এই পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়ে।