সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২৭, ডিসেম্বর :: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুম্বই বনাম উত্তরাখণ্ড ম্যাচে ভয়াবহ দুর্ঘটনা। ফিল্ডিং করতে গিয়ে গুরুতর আহত হন রোহিত শর্মার ওপেনিং পার্টনার অঙ্গকৃষ রঘুবংশী।
ক্যাচ ধরতে ডাইভ দেওয়ার সময় মাথা ও ঘাড়ে আঘাত লাগে তাঁর। প্রথমে উঠে দাঁড়ালেও মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ ক্রিকেটার। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে মাঠ ছাড়াতে হয় তাঁকে এবং পরে অ্যাম্বুলেন্সে করে ভর্তি করা হয় হাসপাতালে।
ঘটনাটি ঘটে ৩০তম ওভারে। তনুশ কোটিয়ানের বলে উত্তরাখণ্ডের ব্যাটার সৌরভ রাওয়াতের শট ডিপ মিড-উইকেটে ওঠে। এক হাতে ক্যাচ ধরতে গিয়ে লাফ দেন রঘুবংশী। পড়ে যাওয়ার সময় মাথার পিছন ও ঘাড়ে গুরুতর আঘাত পান। তাঁকে জয়পুরের SDMH হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হচ্ছে এবং আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এই ঘটনায় মাঠে স্ট্রেচার ও অ্যাম্বুলেন্স আনতে দেরি হওয়ায় প্রশ্ন উঠেছে ম্যাচ পরিচালনা নিয়ে।
২১ বছরের অঙ্গকৃষ রঘুবংশী মুম্বইয়ের উদীয়মান প্রতিভা। ইতিমধ্যেই ফার্স্ট ক্লাস, লিস্ট-‘এ’ ও টি-টোয়েন্টিতে নজর কাড়ার মতো পারফরম্যান্স রয়েছে তাঁর।
IPL-এ তিনি কলকাতা নাইট রাইডার্সের সদস্য। এদিকে ম্যাচে মুম্বই ৫১ রানে জয় পায়। ৩৩১ রান তাড়া করতে নেমে উত্তরাখণ্ড লড়াই করলেও শেষ পর্যন্ত হার মানে। তবে ম্যাচের ফলাফলের থেকেও বড় হয়ে উঠেছে রঘুবংশীর চোটের ঘটনা।

