নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বছরের প্রতিটি দিন কোনো না কোন অনুষ্ঠান হয়েই চলেছে মাঠে। কখনো পুজো, কখনো মেলা, কখনো অন্য কোনো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কাঠামো খুলছে না, আর এর জেরে মাঠের মধ্যে বড় বড় গর্ত তৈরী হয়েছে। আবার সন্ধে নামলেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্যতে পরিণত হয় গোটা মাঠ।
শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠের এই দুরাবস্থা ঘোচাতে অভিনব আন্দোলনে নামলো খুদেরা সাথ দিলেন অভিবাবকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সামিল হলো খুদেরা। তাদের মতো করে খুদেরা মাঠ ফিরে পেতে আন্দোলনে সামিল হলো।
চতুরঙ্গ মাঠে বড় বড় গর্তে শুধু খুদেরা নয় প্রবীণরাও দুর্ঘটনার মুখে পড়ছে, ভয়ে ঘরের সামনে মাঠ থাকা সত্ত্বেও যেতে হচ্ছে অন্য মাঠে সেটাও অনেকটা দূর। শেষমেষ মাঠ ফিরে পেতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নামলো খুদে পড়ুয়ারা, সাথ দিলেন অভিবাবকরা। এরপর মাঠ যেদিন অনুষ্ঠানস্থল হিসেবে মুক্ত হবে সেই দিনের অপেক্ষাতে সিটি সেন্টারের মানুষ। এখন এই প্রতিবাদ কতটা শহরের প্রশাসনিক কর্তাদের কানে পৌঁছোয় সেটাই দেখার বিষয়।