নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ১৫,মার্চ :: দোল বা হোলি এই উৎসব ভারতজুড়ে সাড়ম্বরে পালন করা হয়। দোলযাত্রা বা হোলি হল একটি উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হয় দোল উৎসব।
রঙের উৎসব মানেই একটি আলাদাই আনন্দ সকলের মনে। হোলি উৎসব বা দোলযাত্রা হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের উৎসব। তাই ভারতবর্ষের পাশাপাশি দুবরাজপুরের মাড়োয়ারি কিশোর সংঘের উদ্যোগে হোলি বা দোল উৎসব পালন করা হয়।
এবারের দোল রাজস্থানের খাটু শ্যাম বাবার মন্দিরে দোল উৎসবের আদলে এখানে তাঁদের থিম ভাবনা বলে জানান মাড়োয়ারি কিশোর সংঘের সদস্য বিনীত ভীমরাজকা। এদিন এখানে দুবরাজপুরের মাড়োয়ারি সমাজের মহিলা, পুরুষ ও কচিকাচারা আবীর খেলায় মেতে ওঠেন। প্রত্যেকে একে অপরে আবীর মাখিয়ে সৌহার্দ্যের বার্তা দেন।
বিনীত ভীমরাজকা আরও জানান, আমরা বিগত ২০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। আজ সন্ধায় কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রে বিচিত্রানুষ্ঠান রয়েছে ধর্মশালায়। দোলের আগের দিন রাত্রে ন্যাড়া পোড়ানো হয় মাদৃক সংঘ ময়দানে।