সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১৬,জুলাই :: মাতৃ বিয়োগের যন্ত্রণাকে সহ্য করে ফুটবল ময়দানে অপ্রতিরোধ্য অর্ণব দাস।দলের প্রতি দায়িত্ববোধ, খেলার প্রতি একনিষ্ঠতা স্তম্বিত করেছে সকলকে।
মা হারানোর যন্ত্রণা সহ্য করে যেভাবে তিনি ময়দানে নেমে দাপিয়ে খেললেন দলকে জিতিয়ে দিলেন কুর্নিশ অর্ণবকে। অর্ণবের মত ফুটবলাররাই পারবে ভারতকে বিশ্ব ফুটবলের দরবারে প্রতিষ্ঠিত করতে। বিশ্বকাপ ফুটবলের খেলার যোগ্যতা অর্জন করতে।
যখন ১৪০ কোটির দেশ এখনো বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। যেখানে ভারতের থেকে অনেক কম জনসংখ্যার দেশ গুলি ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়ে, ফিফা রেংকিংয়েও ভারতীয় ফুটবলের অবনমন।
কবে খেলবে ভারত বিশ্বকাপ ফুটবল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল অনুরাগীদের মধ্যে। সেই পরিপ্রেক্ষিতে প্রদীপের সলতের মতো আশা জাগাচ্ছেন অর্ণব। তাঁকে দেখে উৎসাহিত হবে ফুটবল প্রজন্ম, এটাই ভারতের ফুটবলের কাছে পজিটিভ দিক।
ইস্টবেঙ্গল এর মত বড় দলের সাথে ম্যাচ। তার উপরে মাকে হারিয়েছেন, এরকম পরিস্থিতিতে কিভাবে মনকে শক্ত রেখে ফুটবল ময়দানের দাপিয়ে বেড়ানো যায় দেখিয়ে দিলেন। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন অর্ণব দাস।
বাবাকে কিছু বছর আগে হারিয়ে ফেলেছেন, সম্প্রতি মাকেও হারিয়ে ফেললেন। মা-বাবা কেউ নেই বাড়িতে একা। খেলার পরে খাবার বলতে ফল আর সাবু। সময় খারাপ হলেও মন ভাঙ্গেনা অর্ণবের। তাই সে আজকের ম্যাচের হিরো।
সাদা থান পরে এসেছিলেন , খেলার সময়টুকু জার্সি পরেছেন। খেলা শেষে আবার সেই সাদা থান। শক্ত ভিতে তৈরি, অর্ণবের মত ফুটবলাররা ভাঙ্গে না ভাঙতে জানেনা।