নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র ১৮০০০ টাকা ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক দীর্ঘদিনের প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছে ।
দীপঙ্কর জানিয়েছে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি কারণে ব্যাটারিচালিত এই সাইকেল অত্যন্ত কম খরচে চলবে। ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়েছে দীপঙ্কর। আগামীতে আরো ভালো সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরো ভালো সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরা।