মাত্র তিন মাসেই শেষ সফর! ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’র পর বন্ধ হচ্ছে আরও এক জনপ্রিয় টিভি শো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,ডিসেম্বর :: টেলিভিশনের পর্দায় সম্প্রতি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের ইতি টানায় মন খারাপ দর্শকদের। আগে বন্ধ হয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’।

তার রেশ কাটতে না কাটতেই এবার শেষের পথে জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় শো ‘এসআইটি বেঙ্গল’। মাত্র তিন মাসের মধ্যেই এই ধারাবাহিকের পথচলা শেষ হচ্ছে বলে খবর।

ভিন্ন স্বাদের গল্প ও থ্রিলার ঘরানার এই শো দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। পারিবারিক কূটকচালি বা দাম্পত্য কলহের বাইরে বেরিয়ে ‘এসআইটি বেঙ্গল’ দর্শককে উপহার দিয়েছিল রহস্য ও তদন্তে ভরা গল্প। ফলে শো বন্ধ হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই হতাশ দর্শকরা।

ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় শুটিং ফ্লোরের শেষ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে আবেগে ভেসে যেতে দেখা গিয়েছে ঋষি কৌশিক, রুকমা রায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বাসবদত্তা ও জ্যামি বন্দ্যোপাধ্যায়সহ গোটা টিমকে।

থ্রিলার ও অ্যাডভেঞ্চারের গল্প বরাবরই বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকে। সেই কারণেই মাত্র ১০০ পর্বের এই শো শেষ হওয়ায় প্রশ্ন উঠছে দর্শকমহলে।

যদিও শোনা যাচ্ছে, খুব শিগগিরই ‘এসআইটি বেঙ্গল’-এর দ্বিতীয় সিজন শুরু হতে পারে। তবে তা কবে আসবে, সে বিষয়ে এখনও চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =