নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ৮,মে :: মাত্র ২৫ মিনিটের অপারেশন। তাতেই ধ্বংস হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি । পহেলগাঁও এর ঘটনার যেমন বদলা নেওয়া হয়েছে এর মাধ্যমে একইভাবে সারা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার শক্তি।তাই এই জয়ের উল্লাস সহ ভারতীয় সেনার মঙ্গল কামনায় ধূপগুড়ি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আয়োজন করা হয় পুজোর। বুধবার দুপুরে ধূপগুড়ি ডাকবাংলাতে অবস্থিত সকুন্তলা শিব মন্দিরে বিজেপি নেতৃত্বরা একজোট হয়ে ভারতের পতাকা হাতে পুজো দেন।
পুজো দিয়ে বিজেপির ধূপগুড়ি টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক বলেন, “গতকাল রাতের ঘটনা ভারতীয় সেনার বড় সাফল্য। ভারতীয় সেনা যাতে সফলভাবে এভাবেই সমস্ত যুদ্ধ করে আবার ফেরত আসতে পারে সেই মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়।