সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৮,ডিসেম্বর :: অকালেই থেমে গেল এক প্রতিশ্রুতিবান ফুটবলারের জীবন। আচমকাই প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী এই ফুটবলার বাংলার ফুটবল মহলে পরিচিত নাম ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের ক্রীড়ামহল।
ভারতীয় রেলে কর্মরত ছিলেন সুখেন দে। শুক্রবার কর্মস্থলে কাজ করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত চিকিৎসার সুযোগ না পাওয়ায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুখেন।
উল্লেখ্য, ১ জানুয়ারি তাঁর জন্মদিন ছিল—সেদিনই ৩৬ বছরে পা দেওয়ার কথা ছিল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

