মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই অসাধারণ মেধার পরিচয় দিল পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলীর ছোট্ট প্রতিভাবান আদৃক পাঁজা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩০,মার্চ :: মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই অসাধারণ মেধার পরিচয় দিল পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলীর ছোট্ট প্রতিভাবান আদৃক পাঁজা। ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এলিট বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে গোবিন্দপুরের এই বিস্ময় বালক।

                                                                           আদৃকের বাবা অরূপ পাঁজা

৮ মিনিট ২৯ সেকেন্ডে ২৪৪টি ইংরেজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করে সে এই রেকর্ড গড়ে। গত ২৫ তারিখ তার সম্মাননা ও সার্টিফিকেট বাড়িতে এসে পৌঁছায়। অনলাইনে গত ১৯ মার্চ সে এই কৃতিত্বের স্বীকৃতি পায়।

আদৃকের বাবা অরূপ পাঁজা জানান, মা নিপা পাঁজার অনুপ্রেরণা ও শিক্ষা থেকেই এই অসাধারণ দক্ষতা অর্জন করেছে তার সন্তান। ফুল, ফল, মাস, শহরসহ বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা অর্থ বলতে পারার দক্ষতার কারণেই সে এই বিরল সাফল্য অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =