নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ২৮শে,এপ্রিল :: মাত্র ৬ ঘন্টাতেই হাওড়া থেকে পুরী । শুক্রবার হাওড়া পুরী রুটে প্রথম ট্রায়াল রান হলো বন্দে ভারত এক্সপ্রেসের। শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস । এই রেকটি হাওড়া থেকে ছাড়ে। ট্রায়াল রানের পর এই ট্রেনটি পুরী পৌঁছাবে দুপুর ১২.৩৫ মিনিটে।
পুরী থেকে দুপুর ১.৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং রাত ৮.৩০ মিনিটে হাওড়ায় ফিরে আসবে। মাঝে বেশ কিছু স্টেশনে দুমিনিট করে থামবে। এদিন পরীক্ষামূলক যাত্রার পর ৩০ এপ্রিল হাওড়া-পুরী রুটে দ্বিতীয়বার পরীক্ষামূলক যাত্রা করবে বন্দে ভারত।
দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর বন্দে ভারতের সফল পরীক্ষামূলক যাত্রার পর খুব শীঘ্রই যাত্রীদের জন্য এই রুটে পরিষেবা চালু করে দেওয়া হবে। এখনও অবধি বাণিজ্যিক পরিষেবা চালু হওয়ার নির্দিষ্ট দিন স্থির করা হয়নি। পরিষেবা চালু হওয়ার দিন নির্দিষ্ট করা হলেই যথাযথভাবে তা জানিয়ে দেওয়া হবে।