নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: মাথাভাঙ্গায় এক নাবালিকা ধর্ষন মামলায় অভিযুক্তর ১০ বছর জেল হেফাজত ও ১০ হাজার টাকা জরিমানা দিলো মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা দায়রা আদালত। জানা গেছে ২০২১ সালে এক নাবালিকার পরিবার ধর্ষনের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ।
সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক বলেন ২০২১ সালে নাবালিকা ধর্ষনের অভিযোগ দায়ের হয় মাথাভাঙ্গা থানায়।নাবালিকা জামা তৈরির জন্য দিয়েছিল এলাকার এক দর্জির কাছে।এরপর যেদিন বানানো জামা দেখতে আসেন সেইদিন ওই দর্জির দোকানের মালিক ওই নাবালিকাকে দরজা বন্ধ করে ধর্ষণ করে।
সোমবার মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্ত জয়নাল আবেদিনকে ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করে।